মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪

সিদ্ধিরগঞ্জে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে আহত ৬

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিদ্ধিরগঞ্জে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে আহত ৬
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪



সিদ্ধিরগঞ্জে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে আহত ৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক ও মিনি পিকআপের সংঘর্ষে হয়েছে। এতে অটোচালকসহ ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারির) সকালে (নাসিক) ৮ নং ওয়ার্ডস্থ দুই নাম্বার রেললাইনের নতুন সড়কের আর কে টেক্সটাইল গ্রুপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে একজন হলেন নারী। তার নাম মোসা. মরিয়াম বেগম (২২)। তিনি সিরাজুল ইসলাম সরদারের বাড়ির ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জগামী একটি পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইক দুই নাম্বার আর কে টেক্সটাইল মিলের সামনের অংশে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালকসহ তার অটোতে থাকা ৪ জন গার্মেন্টস কর্মী এবং মিনি পিকআপ ভ্যানে থাকা নির্মাণাধীন বিল্ডিংয়ের ঢালাইয়ের কাজ করা ১জনসহ মোট ছয়জন আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলার খানপুর হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যাটারিচালিত ইজিবাইক ও পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১৫:৩৬   ১৮ বার পঠিত