রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারি » ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা
রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪



ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রোববার দুপুরে নগরীর টাউনহল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।

এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি অর্থনৈতিকভাবে সাফল্যের জন্য আনারকলি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে আছমা আক্তার, সফল জননী নূরজাহান খানম, উদ্যমী নারী সালমা বেগম ও সমাজ উন্নয়নে শামীমা আক্তারকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৯:১১:১৫   ১৯ বার পঠিত