শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪

বাণিজ্য-ভিত্তিক অর্থ পাচার রোধে দক্ষতা বাড়াতে ব্যাংকারদের বিশেষ প্রশিক্ষণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাণিজ্য-ভিত্তিক অর্থ পাচার রোধে দক্ষতা বাড়াতে ব্যাংকারদের বিশেষ প্রশিক্ষণ
শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪



বাণিজ্য-ভিত্তিক অর্থ পাচার রোধে দক্ষতা বাড়াতে ব্যাংকারদের বিশেষ প্রশিক্ষণ

অ্যাসোসিয়েশন অব চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারস অব বাংলাদেশ (এএসিওবিবি) বাণিজ্য-ভিত্তিক অর্থ পাচার প্রতিরোধে ব্যাংকারদের দক্ষতা বাড়াতে সম্প্রতি বিশেষ প্যশিক্ষণের আয়োজন করে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স অব বাংলাদেশ লিমিটেড’র (এবিবি) পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট’র (বিএফআইইউ) প্রধান মোঃ মাসুদ বিশ্বাস।
ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ’র (এবিবি) চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন, এএসিওবিবি’র চেয়ারম্যান জিয়া হাসান মোল্লা এবং ব্র্যাক ব্যাংক’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী মঈনুল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
আজ শুক্রবার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে ট্রেড প্রোডাক্টের পরিচিতি, টিবিএমএল (ট্রেন্ড এবং টাইপোলজিস) পরিচিতি এবং তা প্রতিরোধের উপায়, নিয়ন্ত্রণ ও সর্বোত্তম চর্চা এবং কেস স্টাডি সমাধানসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিল।
বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ’র প্রধান মোঃ মাসুদ বিশ্বাস প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘অর্থ পাচারের বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনে এবিবি’র সক্রিয় ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আর্থিক খাতকে আরো সুরক্ষিত রেখে দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করবো।’

বাংলাদেশ সময়: ১৮:২৩:৪৭   ২০ বার পঠিত