বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪

র‌্যাবের হাতে পলাতক আসামী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারি » র‌্যাবের হাতে পলাতক আসামী আটক
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪



র‌্যাবের হাতে পলাতক আসামী আটক

যাত্রাবাড়ীর থেকে মাদক মামলার যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সাগর খান ইমরানকে আটক করেছে র‌্যাব-১১। আটককৃত সাগর খান সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া এলাকার মৃত হাকিম খানের ছেলে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার যাত্রাবাড়ির ধলপুর এলাকা থেকে এক অভিযানে তাকে আটক করা বলে জানানো হয়।

র‌্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত সাগর খান মাদক মামলার যাবজ্জীবন সশ্রম সাজাপ্রাপ্ত আসামী। মামলার পর সে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সাগর খান সারুলিয়ার দক্ষিণ পূর্ব বক্সনগর এম এ কুদ্দুস এর ৩য় তলা বাড়ির উত্তর পাশের্র ফ্লাটে বসবাস করতেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৫৬   ২৭ বার পঠিত