সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ কর্মকর্তা নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ কর্মকর্তা নিহত
সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪



পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ কর্মকর্তা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।

রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে প্রদেশটির দেরা ইসমাইল খান জেলার পুলিশ স্টেশনে এ হামলা চালানো হয়। খবর জিও নিউজের।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা রাত ৩টার দিক জেলার তহসিল দারাবান শহরের পুলিশ স্টেশনে ভারি অস্ত্র নিয়ে হামলা চালায়।

পুলিশ আরও জানায়, আহতদের ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, সন্ত্রাসীরা পুলিশ স্টেশনে ব্যাপক গ্রেনেড ও বন্দুক হামলা চালিয়েছে। পুলিশও পাল্টা হামলা চালিয়েছে। তবে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা পালিয়ে গেছেন।

পুলিশ আরও জানিয়েছে, তারা ওই এলাকা ঘেরাও করেছে এবং পলাতক সন্ত্রাসীদের খুঁজতে অভিযান চালাচ্ছে। পুলিশ লাইনে নিহতদের জানাজা হবে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২:১২:৩৩   ৩৮ বার পঠিত