মানিকগঞ্জ সদরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদরের বাডবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস ও ঢাকাগামী একটি মাইক্রোবাসের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন বাস ও মাইক্রোবাসের আরও ৫ যাত্রী। স্থানীয় মানুষ ও পুলিশ আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি ও ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানো হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, বাস ও মাইক্রোবাস জব্দ করলেও বাসের চালক পালিয়েছে। বাস ও মাইক্রোবাসের অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১৫:৩১:০২ ৩১ বার পঠিত