শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪

শিরোপা জিততে বাংলাদেশের দরকার ১৪৯ রান

প্রথম পাতা » খেলা » শিরোপা জিততে বাংলাদেশের দরকার ১৪৯ রান
শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪



শিরোপা জিততে বাংলাদেশের দরকার ১৪৯ রান

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৯ রান। টস জিতে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে লঙ্কান নারীরা।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতে জিতে ফাইনালে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। লিগ পর্বে শ্রীলঙ্কা, পাকিস্তান কোনো দলই হারাতে পারেনি বাংলাদেশকে। তবে শুক্রবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম থেকেই ধীরেসুস্থে ব্যাটিং করতে থাকেন লঙ্কান দুই ওপেনার নেথমি পূর্ণা সেনারত্না ও দেওমি বিহঙ্গ বিজেরত্নে। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে লঙ্কান নারীরা ৩০ রান সংগ্রহ করে।

প্রথম ১০ ওভার পেরিয়ে যাওয়ার পরও ওভারপ্রতি রানরেট ৫ থেকে ওপরে উঠাতে পারেনি শ্রীলঙ্কা। তবে ১২তম ওভার থেকেই হাত খুলে খেলতে থাকে শ্রীলঙ্কা। এরই মাঝে ফিফটি তুলে নেন সেনারত্না। তবে ফিফটির আক্ষেপ নিয়ে ফেরেন বিজেরত্নে (৪৯)।

১৫ ওভার চলাকালীন শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১০৪ রান। এরপর লঙ্কানদের ইনিংসে আরও ২ উইকেট পড়লেও সেনারত্নে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ৬৬ রানে। ৫৭ বলের ইনিংসে ৮ চার মারেন তিনি। এটাই শ্রীলঙ্কার ইনিংসের সর্বোচ্চ স্কোর। বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন নিশি, রাবেয়া ও জান্নাতুল মাওয়া।

বাংলাদেশ সময়: ১৫:২৬:০৫   ১১১ বার পঠিত