ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের স্পীকার হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি।
পরবর্তীতে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি’র নেতৃত্বে হুইপবৃন্দ স্পীকারকে ফুলেল শুভেচ্ছা জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী এমপিকে এরপর ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের নেতৃত্বে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার, যুগ্মসচিব এস, এম, মঞ্জুর, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ, যুগ্মসচিব আব্দুল কাদের জিলানীসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা- কর্মচারী ফোরামের সদস্যবৃন্দ স্পীকারকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরবর্তীতে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা জানান পীরগঞ্জ হতে আগত আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় সংসদ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:০৯:৩৩ ৩৬ বার পঠিত