মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় এক ভাইয়ের ফাঁসি, ৪ ভাইয়ের সাজা

প্রথম পাতা » চট্রগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় এক ভাইয়ের ফাঁসি, ৪ ভাইয়ের সাজা
মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪



ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় এক ভাইয়ের ফাঁসি, ৪ ভাইয়ের সাজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দিনমজুর রহিজ মিয়া হত্যা মামলায় একজনকে ফাঁসি ও ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া জজ মিয়া কসবা উপজেলার জমসিদ মিয়ার ছেলে। তাকে ১ লাখ টাকা জরিমানাও করেছে আদালত। একই সঙ্গে জজ মিয়ার অন্য ৪ ভাই ইয়াছিন মিয়া, খোকন মিয়া, পারভেজ মিয়া ও মনির মিয়া এবং স্থানীয় আওয়াল মিয়া ও তার ছেলেকে ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সঙ্গে ২ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম। তিনি জানান, একই মামলায় জমসিদ মিয়াসহ ৯ জনকে মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত জজ মিয়া পলাতক রয়েছেন।

মামলা এজাহার সূত্রে জানা যায়, কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামের জমসিদ মিয়ার ছেলে মনিরের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে খুঁজছিল। পুলিশের কাছে মুনিরের তথ্য দেওয়ার অভিযোগ ছিল রহিজ মিয়ার বিরুদ্ধে। এর জের ধরে ২০১৭ সালের ১০ এপ্রিল সকালে বাজার থেকে চাচা নাবাক সর্দার ও বড় ভাই ফায়েজ মিয়াসহ বাড়িতে ফেরার পথে তাদের ওপর হামলা করেন জমসিদ মিয়ার পক্ষের লোকজন। পরে তিনজনকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে রহিজ মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় রহিজ মিয়ার স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় একই বছরের ২৬ অক্টোবর পুলিশ ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সকল যুক্তিতর্ক ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬:৩০:১৪   ৪২ বার পঠিত