মাঝারি শৈত্যপ্রবাহে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জবুথবু জনজীবন। দুদিন ধরে দিনের বেলায় সূর্যের প্রখরতা কিছুটা বাড়লেও অব্যাহত রয়েছে তীব্র শীত। এ জেলায় শৈত্যপ্রবাহ কাটতে আরও দু-তিন দিন লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেতুঁলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এ দিকে তাপমাত্রার পারদ নেমে আসায় এবং শীতের তীব্রতা বাড়ায় বেশি দুর্ভোগে ও বিপাকে পড়েছেন শ্রমজীবী ও এ জেলার নিম্নআয়ের মানুষ। শীতের তীব্রতায় অনেকেই ঘরবন্দি জীবন অতিবাহিত করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে জানান, সকাল ৯টার দিকে তেতুঁলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায়, এবং রাজশাহী- বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জাইগায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর দেশের অন্য এলাকায় মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া স্বাভাবিক থাকবে। আর চলমান শীত মৌসুমের বর্তমান শৈত্যপ্রবাহ কেটে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে ইতিমধ্যে অনেক এলাকায় শৈত্যপ্রবাহ কেটে গিয়েছে।
তিনি আরও জানান, যেহেতু তেঁতুলিয়া শীত প্রবণ এলাকা, তাই এ জেলায় শৈত্যপ্রবাহ কাটতে আরও দু-তিন দিন লাগতে পারে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হতে পারে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২:১৪:৩২ ৩১ বার পঠিত