উত্তরের জনপদ সীমান্তবর্তী দিনাজপুর জেলায় আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।
হাড় কাঁপানো তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ। এদিকে চলমান এ শৈতপ্রবাহে টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা মিললেও গভীর রাত থেকে অর্ধ বেলা ঘন কুয়াশার মধ্যে বৃষ্টির ফোঁটার মত পড়ছে শিশির।
এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। সাধারণ মানুষের শীত নিবারণের সব চেষ্টাই যেন বৃথা হয়ে পড়ছে। খড়কুটোতে আগুন জ্বালিয়ে, দোকানগুলোতে চায়ের চুমুকে উষ্ণতার খোঁজে অনেকেই। রাস্তাঘাটে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
আজ সোমবার দুপুর ১২টায় দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান, আজ সোমবার দেশের দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় আদ্রতা ছিল ৮৮ শতাংশ বাতাসের গতিবেগ ২ নটস। এটি সারাদেশের মধ্যে আজও সর্বনিম্ন তাপমাত্রা।
তিনি আরও জানান, এ অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণেই তাপমাত্রা নেমে আসার পাশাপাশি তীব্র শীত অনুভূত হচ্ছে। চলতি বাংলা মাঘ মাসের শেষ নাগাদ পর্যন্ত তাপমাত্রা আরো কমে আসার আশঙ্কা করছেন এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬:১৯:২৫ ৩৫ বার পঠিত