দুর্নীতিসহ ৫ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে এক যুগ পর গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতের নাম আব্দুল লতিফ ভূঁইয়া (৫৫)। রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল।
র্যাব-১০ এর অপস অফিসার উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, সোমবার (১৫ জানুয়ারি) রাতে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার পল্টন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে লক্ষ্মীপুর সদর থানার দুর্নীতির মামলাসহ মোট পাঁচ মামলার পলাতক আসামী লতিফকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি লতিফ পাঁচ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। সে মামলার পর হতে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৪২ ৪৭ বার পঠিত