জেলা আইন -শৃংখলা কমিটির সভা আজ সকাল ১১টায় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, সংসদ সদস্য মেহেদী সাউফুল্লাহ খান বাদল , জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেসবাউল করিম, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান , নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ এবং জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান প্রমুখ।
সভায় জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। মাদক নির্মূলের জন্য ব্যাপক অভিযান এবং এর ভায়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে মাদক নির্মুলের কোন বিকল্প নেই বলে মত প্রকাশ করেন তারা। এসময় জেলা মাদক নিয়ন্ত্রন বিভাগ জানায়, বিগত এক মাসে ৫ লাখ ২২ হাজার ইয়াবা ও ১৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে তারা।
বাংলাদেশ সময়: ১৬:২০:২৬ ৩৩ বার পঠিত