রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

লক্ষ্য স্মার্ট বাংলাদেশের - জাহিদ ফারুক

প্রথম পাতা » ছবি গ্যালারি » লক্ষ্য স্মার্ট বাংলাদেশের - জাহিদ ফারুক
রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪



লক্ষ্য স্মার্ট বাংলাদেশের - জাহিদ ফারুক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি বলেছেন;জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। তাঁর স্বপ্ন ছিল একটি সুখি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেরে,বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন একটি,সমৃদ্ধশালী উন্নত স্মার্ট বাংলাদেশের। আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বির্ণিমান।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্বিতীয় মেয়াদে পানি সম্পদ মন্ত্রণালয়েল দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয় ও অধিনস্থ দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ বলেন;বিগত পাঁচ বছরের আপনাদের নিষ্ঠা আন্তরিকতার সাথে কর্মতৎপরতায় মন্ত্রণালয়কে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে গেছে।পূর্বের ধারাবাহিকতা বজায় মন্ত্রণালয়ের ভাবমূর্তি সবোর্চ্চ পর্যায় নিয়ে যেতে হবে।

নির্ধারিত বাজেট বরাদ্দের মধ্যে সবোর্চ্চ সেবা নিশ্চিত করতে হবে।কাজ ধীর গতিতে করা যাবে না,যথাযথ গতি ও প্রক্রিয়া কাজ সম্পাদন করতে হবে। প্রকল্পের কাজ ঠিকাদাদের দেয়ার সময় তাদের আর্থিক সক্ষমা নিশ্চিত করতে হবে। বছর শুরুতে যার যার এলাকার প্রকল্প পরিদর্শন করে প্রতিবেদন প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন,প্রধান প্রকৌশলীগণকে আরো আন্তরিক হতে হবে। প্রত্যেকে যার যার অধীনস্থদের কাজ তদারকি করবেন।শুধুমাত্র প্রয়োজনীয় প্রকল্প পরিকল্পনা কমিশনে প্রেরণ করতে হবে। এবছর এপিএ-তে পানি সম্পদ মন্ত্রণালয় ৪ নম্বরে রয়েছে। আগামীতে আমাদের লক্ষ্য হতে হবে এক অথবা দুই নাম্বার অর্জনের।

বাংলাদেশ সময়: ১৬:১৭:২৪   ৩২ বার পঠিত