চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচে থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য তিন কোটি ৮৫ লাখ ৯৩ হাজার টাকা বলে জানান সংশ্লিষ্টরা।
শনিবার (১৩ জানুয়ারি) শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের সিটের নিচে থেকে ওই র্স্বণের চালানটি উদ্ধার করে চট্টগ্রাম বিমানবন্দরের এনএসআই ও শুল্ক গোয়েন্দারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল পৌনে ৯টার দিকে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের (বিজি-১৫২) ভেতরে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে ওই ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:৪১:২৮ ৩৮ বার পঠিত