পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, গ্রহনযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে যে, এটি একটি গণতান্ত্রিক দেশ।
তিনি বলেন, “জনগণের ভোটে বিজয়ী হয়ে আওয়ামী লীগ দেখিয়েছে দিয়েছে যে, বাংলাদেশ একটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের দেশ। এটি গণতন্ত্র ও দেশের জনগণের বিজয়।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমেন বলেন, বঙ্গবন্ধু গতিশীল ও ক্যারিশম্যাটিক নেতৃত্ব স্বাধীন বাংলাদেশের জন্য খুব অল্প সময়ের মধ্যে অনেক অর্জন এনে দিয়েছে।
বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়।
বক্তারা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
বাংলাদেশ সময়: ২২:৩৪:৩৬ ৪১ বার পঠিত