বুধবার, ২৪ মে ২০২৩

সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রী নিহত
বুধবার, ২৪ মে ২০২৩



সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রী নিহত

ভারতীয় সিরিয়ালের পরিচিত মুখ বৈভবী উপাধ্যায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালে জেসমিন চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

মঙ্গলবার (২৩ মে) চণ্ডীগড়ের কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় গাড়ি নিয়ে খাদে পড়ে যান অভিনেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন হবু বর।

জানা গেছে, বৈভবী উপাধ্যায়ের মরদেহ মুম্বাইয়ে নিয়ে আসা হচ্ছে। বেলা ১১টায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

বৈভবীর সহ-অভিনেতা ও প্রযোজক জেডি মাজেঠিয়া এক টুইটে লিখেছেন, খবরটা শুনে আমি স্তম্ভিত, সত্যি ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। ও আমার স্মৃতিতে এখনও সারাভাইয়ের জেসমিন হয়েই রয়েছে। জীবন ভীষণ অনিশ্চিত।

৩২ বছর বয়সী বৈভবী উপাধ্যায় তার ক্যারিয়ারে বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন। এর মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। এ ছাড়াও ২০২০ সালে ‘ছপাক’ সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে। সূত্র: আনন্দবাজার, বাংলা হান্ট

বাংলাদেশ সময়: ১২:১৩:৩০   ৬৮ বার পঠিত