সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

গ্রামীণ মানুষের সুযোগ-সুবিধা সৃষ্টির ক্ষেত্রে সরকার দৃষ্টি দিবে : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » গ্রামীণ মানুষের সুযোগ-সুবিধা সৃষ্টির ক্ষেত্রে সরকার দৃষ্টি দিবে : খাদ্যমন্ত্রী
সোমবার, ৮ জানুয়ারী ২০২৪



গ্রামীণ মানুষের সুযোগ-সুবিধা সৃষ্টির ক্ষেত্রে সরকার দৃষ্টি দিবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গিকার মোতাবেক গ্রামাঞ্চলের মানুষের সকল সুযোগ সুবিধা সৃষ্টির ক্ষেত্রে সরকার দৃষ্টি দিবে। আগামীতে যে নতুন সরকার গঠিত হবে, সেই সরকারের মূল লক্ষ্য হবে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব নিরসন করা। এ ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার অগ্রাধিকার দেবে। সোমবার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় পোরশা উপজেলার সরাইগাছী ও সাপাহারে সাধারণ মানুষের সাথে নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাত শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, সরকার শিল্প কল কারখানা স্থাপন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানোর মধ্য দিয়ে গ্রামে বসবাসকারী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়ন করবে। এ সময় নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। এসব অনুষ্ঠানে পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম ,সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৬:২২   ৫১ বার পঠিত