পাঁচবারের চ্যাম্পিয়ন দল ব্রাজিল। সেটি জাতীয় দল এবং অনূর্ধ্ব-২০ দলের জার্সিতে। তবে চলতি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেদের সেরা পারফরমেন্স করতে পারেনি লাতিন আমেরিকার দেশটি। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রাতে মাঠে ডমিনিকা রিপাবলিকের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল।
বুধবার (২৪ মে) রাত ৩টায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ডমিনিকা রিপাবলিক। নিজেদের প্রথম ম্যাচে এই দুটি দলই হার দেখেছে। এবার হারলেই চলতি বিশ্বকাপ থেকে বিদায় হতে পারে সেলেসাও বাহিনীর।
নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। অন্যদিকে পরপর দুই ম্যাচ জয়ে আর্জেন্টিনার পরবর্তী পর্ব নিশ্চিত হয়েছে। দলটি ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে। পরের পর্ব অনেকটাই নিশ্চিত হয়েছে গ্রুপটির অন্য দল নিউজিল্যান্ডের।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করছে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
বাংলাদেশ সময়: ১২:০০:৪৬ ৭১ বার পঠিত