রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

নির্বাচনে পরিবেশ দেখে ভোটারা খুশি : তোফায়েল আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারি » নির্বাচনে পরিবেশ দেখে ভোটারা খুশি : তোফায়েল আহমেদ
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



নির্বাচনে পরিবেশ দেখে ভোটারা খুশি : তোফায়েল আহমেদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী তোফায়েল আহমেদ।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলাস্কুল) কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোটদান শেষে তোফায়েল আহমেদ বলেন, ‘সুন্দর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। মানুষ দল বেঁধে কেন্দ্র এসে ভোট দিচ্ছেন। নির্বাচনে পরিবেশ দেখে ভোটারা খুশি। বিএনপি নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল। বিএনপি বোমা বাজি ও কেন্দ্রে আগুন দিয়েছিল; বিএনপির কথা কেউ শুনেনা। বিএনপি একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।

এ সময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসে বিপ্লব, পৌর মেয়র মো. মনিরুজ্জামান মনির সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১:২৪:১৭   ৩৪ বার পঠিত