রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

যারা ভোটের বিরোধীতা করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু: নানক

প্রথম পাতা » ছবি গ্যালারি » যারা ভোটের বিরোধীতা করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু: নানক
রবিবার, ৭ জানুয়ারী ২০২৪



যারা ভোটের বিরোধীতা করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু: নানক

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যারা গণতন্ত্রের বিরোধিতা করছে, ভোটের বিরোধীতা করছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু।
আজ রোববার সকালে বাদশা ফয়সল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা রাজনৈতিকভাবে ভোটের বিরোধিতা করছে, তারা দেশের শত্রু-গণতন্ত্রের শত্রু। তাদের বৃদ্ধাঙ্গলি ও রেড কার্ড দেখিয়ে আজকে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসছে।
তিনি বলেন, যেহেতু শীতের সকাল তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে। অভূতপূর্ব, সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা কেন্দ্রে আসছেন। ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে।
তারা আমাকে বলেছেন, এতো সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে, আমরা অবাক হয়ে গেছি।
ভোটারদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, ভোটারদের বলবো, ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন আপনাদের জাতীয় দায়িত্ব পালন করুন।

বাংলাদেশ সময়: ১১:১২:২৯   ৩৫ বার পঠিত   #