শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

যে কেন্দ্রে ভোট দেবেন ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারি » যে কেন্দ্রে ভোট দেবেন ওবায়দুল কাদের
শনিবার, ৬ জানুয়ারী ২০২৪



যে কেন্দ্রে ভোট দেবেন ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামীকাল রোববার (৭ জানুয়ারি) বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমিতে ভোট দেবেন। কেন্দ্রটি তার বাড়ির দরজায় অবস্থিত।

শনিবার (৬ জানুয়ারি) দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ ও কবিরহাট) আসনে নৌকা প্রতীকের ওবায়দুল কাদেরের সঙ্গে লড়ছেন জাতীয় পার্টির (লাঙ্গল) ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (মশাল) মোহাম্মদ মকছেদুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (মোমবাতি) মোহাম্মদ শামছুদ্দোহা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) শাকিল মাহমুদ চৌধুরী।

আসনটিতে কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার ২টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৯৭৭ জন। ১৩২টি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য কক্ষ রয়েছে ৯০০ টি।

এ আসনে নতুন ভোটার মোট ৭৩ হাজার ২৪২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৫৩৭ জন, নারী ভোটার ৩১ হাজার ৭০৫ জন।

গত ১১টি সংসদ নির্বাচনে ১৯৭৩ সালে আওয়ামী লীগের আবু নাসের চৌধুরীর পর ওবায়েদুল কাদের জিতেছেন ৪ বার। মওদুদ আহাম্মেদ বিএনপির হয়ে ৫ ও জাতীয় পার্টির হয়ে একবার জিতেছেন।

ওবায়দুল কাদের ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৮ সাল থেকে টানা তিন নির্বাচনে জনগণের প্রতিনিধি হন। দ্বাদশ সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩:২৭:৫৫   ৩৭ বার পঠিত   #