শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

বিজিবির টহল গাড়ির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিজিবির টহল গাড়ির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪



বিজিবির টহল গাড়ির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

গাইবান্ধার পলাশবাড়ীতে বিজিবির টহল গাড়ি, যাত্রীবাহী বাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ বিজিবি সদস্যসহ ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা গেটলক নামের একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে গাইবান্ধার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বিজিবির টহল গাড়ি ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বিজিবির টহল গাড়িটি রাস্তার পাশে উল্টে যায় এবং দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। আহত হন বিজিবির ৫ সদস্য ছাড়া অটোরিকশার ৩ যাত্রী।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানান, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:২৫   ৩৭ বার পঠিত