শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

এবার ভোট চাইতে গিয়ে জায়েদের ‘ডিগবাজি’

প্রথম পাতা » ছবি গ্যালারি » এবার ভোট চাইতে গিয়ে জায়েদের ‘ডিগবাজি’
শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪



এবার ভোট চাইতে গিয়ে জায়েদের ‘ডিগবাজি’

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিলের পক্ষে নির্বাচনী শেষ জনসভায় ভোট চেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। এ সময় ভক্তদের অনুরোধে মঞ্চেই ‘ডিগবাজি’ দেন তিনি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে শেষ নির্বাচনী প্রচারণায় কেন্দুয়া উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে ভোট চেয়েছেন তিনি।

এ সময় জায়েদ খান তার ভক্তদের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই নৌকায় ভোট দেবেন। আগামী ৭ জানুয়ারি আপনারা সবাই ভোট দিয়ে অসীম কুমার উকিল দাদাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। তা না হলে কিন্তু যে কোনো সময় যে কারো ঘরে ডিগবাজি দিয়ে ঢুকে যাব আমি।’

জায়েদের এমন বক্তব্যে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ভোট চাইতে গিয়ে ‘ডিগবাজি’ দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। ছবি: সময় সংবাদ

এর আগে জায়েদ খান নৌকার পক্ষে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ও কেন্দুয়া পৌর এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালান। সে সময় অভিনেতার সঙ্গে নৌকার প্রার্থী অসীম কুমার উকিল, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, বাউলশিল্পী সালাম সরকার, ফকির সাহাবুদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৩০   ৪৮ বার পঠিত