বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারী

প্রথম পাতা » চট্রগ্রাম » নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারী
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪



নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভান্ডারী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে মাইজভান্ডার দরবার শরিফের গাউছিয়া মঞ্জিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন তিনি।

লিখিত বক্তব্যে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফটিকছড়িতে নৌকার প্রার্থীকে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তার প্রতি সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব। ফটিকছড়িতে নৌকার প্রার্থীর বিরুদ্ধে মাঠে থাকলে ভোটের সমীকরণ অন্য রকম হবে। আমার প্রাপ্ত ভোট নৌকার বিজয় নিশ্চিত করতে বাধা হতে পারে।’

তিনি বলেন, ‘তরীকত ফেডারেশন সারা দেশে ৪২টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। শুধু ফটিকছড়ি আসন থেকে আমি সরে দাঁড়ালাম নৌকাকে সমর্থন জানিয়ে।’

বাংলাদেশ সময়: ১৫:৩২:২৬   ৩১ বার পঠিত   #