বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

দল-মত-নির্বিশেষে সবাই ভোটকেন্দ্রে যাবেন : ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারি » দল-মত-নির্বিশেষে সবাই ভোটকেন্দ্রে যাবেন : ডেপুটি স্পিকার
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



---

ডেপুটি স্পিকার, পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ‘কারো হুমকিতে আমরা কাতর নই। বিভিন্ন সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করেই আওয়ামী লীগ রাজনীতি করছে। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধর্ম-বর্ণ, দল-মত-নির্বিশেষে আপনার সবাই ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আজ বুধবার বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বোয়ালমারী কামিল মাদরাসা মাঠে এই নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

শামসুল হক টুকু বলেন, ‘সংগঠন না থাকলে, জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলে কখনো বিজয়ী হওয়া যায় না। আমার প্রতিপক্ষ ট্রাকের প্রার্থী আওয়ামী লীগের সাথে বেঈমানি করেছেন।
বিএনপি-জামায়াতের সঙ্গে বেঈমানি করে নিজের অস্তিত্ব সংকটে পড়ে আছেন। তিনি কী করে জনগণের ভোটে নির্বাচিত হবেন? তিনি গণফোরামের ফোরামে গিয়েও এখন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের নামে দেশের সুনাম ক্ষুণ্ণ ও বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।’

প্রধান অতিথির বক্তব্য ডা. রোকেয়া সুলতানা বলেন, ‘কারা দেশের সাথে বেঈমানি করে, কারা দেশের ও জনগণের ক্ষতি করে সেটা আপনারা জানেন, বলতে হবে না। আপনাদের নৌকা প্রতীকের প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করুন।
টুকু ভাই সারা জীবন থাকবেন না। কিন্তু দৃশ্যমান উন্নয়ন কিন্তু থেকে যাবে। এ উন্নয়নের সুফল আপনারা পাবেন।’

জনসভায় পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান আসম আব্দুর রহিম পাকন, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, সাঁথিয়া পৌরসভায় মেয়র মাহবুবুর রহমান বাচ্চু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:০৩   ৩৬ বার পঠিত   #