বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

প্রথম পাতা » আন্তর্জাতিক » আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২
বুধবার, ৩ জানুয়ারী ২০২৪



আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২

ভারতের আসাম রাজ্যে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ২৫ জন।

বুধবার (৩ জানুয়ারি) ভোরে রাজ্যটির গোলাঘাট গ্রামের দেরগাঁওয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

গোলাঘাট জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট রাজেন সিং ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, ‘যাত্রীবাহী বাসটি গোলাঘাট জেলার কামারবান্ধা এলাকা থেকে তিলিঙ্গা মন্দিরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বালিজানে ভোর ৫টার দিকে জোড়হাটের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।’

রাজেন সিং বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ১০জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দেরগাঁও সিএইচসিতে পাঠানো হয়েছে। আর আহত ২৭ জন ব্যক্তিকে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে; যাদের মধ্যে দুইজন মারা গেছেন।’

রাজেন সিং আরও, ‘ঘটনার তদন্ত চলছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

বাংলাদেশ সময়: ১১:২৮:২৯   ৫৩ বার পঠিত