জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় সোমবার (১ জানুয়ারি) ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটিতে আঘাত হেনেছে সুনামিও। এবার জানা গেল, সোমবারেই অর্থাৎ একদিনেই জাপানে ১৫৫ বার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে আটজনের প্রাণহানি হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) জাপানের আবহাওয়া অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে এ পর্যন্ত জাপানে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী কম্পনসহ ১৫৫টি ভূমিকম্প আঘাত হেনেছে । এদিন আঘাত হানা বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ এর বেশি। এসব ভূমিকম্প মাঝারি মাত্রার হলেও মঙ্গলবার ভোরেও দেশটিতে ছয়টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের হোনশু প্রধান দ্বীপের ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। তবে জাপানি কর্তৃপক্ষ এই কম্পনকে ৭.৬ মাত্রার বলে অভিহিত করেছে।
জাপানি কর্তৃপক্ষ আরও বলেছে, সোমবার মধ্যরাত ১টা পর্যন্ত জাপানে আঘাত হানা ৯০টিরও বেশি ভূমিকম্পের মধ্যে এই কম্পনও একটি।
এদিকে, মঙ্গলবার (২ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দেশটি সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, মধ্য জাপান এবং আশপাশের অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলে অন্তত আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে বার্তাসংস্থা এএফপি বলেছে, সোমবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা এখনও বাড়ছে। বিভিন্ন ফুটেজে ভেঙে পড়া ভবন, বন্দরে ডুবে যাওয়া নৌকা, অগণিত পুড়ে যাওয়া বাড়িঘরসহ তীব্র শীতে স্থানীয় বাসিন্দাদের রাতভর বিদ্যুৎহীন অবস্থায় থাকতে দেখা যাচ্ছে।
ভূমিকম্পের বিষয়ে মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘নতুন বছরে জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:০১:০২ ৪৯ বার পঠিত