নতুন বছরের প্রথমদিনে বই উৎসবে মেতেছে ফরিদপুরের ১২শ’৫৪ শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীরা। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠে ৩ লাখ ৩৩ হাজার শিক্ষার্থী।
এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসাসহ বিভিন্ন স্তরে এই বই বিতরণ করা হবে। এ উপলক্ষে ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন পুলিশ সুপার মোর্শেদ আলম। এ সময় প্রতিষ্ঠানটি শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে জেলা স্কুল মাঠে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল জানান, ফরিদপুরে মাধ্যমিক পর্যায়ে স্কুল, মাদরাসা ও কারিগরি ৩৬৬ শিক্ষা প্রতিষ্ঠানে ৫১ হাজা ৭৩০ জন শিক্ষার্থীর বইয়ের চাহিতা ছিলো চাহিদা ২২ লাখ ২৩ হাজার ৯৬টি। এর বিপরীতে বিতরণ করা হয়েছে ১৫ লাখ ১৩ হাজার ১২১টি। বাকিগুলো কয়েকদিনের মধ্যে দেওয়া হবে।
এদিকে ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, জেলায় ৮৮৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৮২ হাজার। সকল শিক্ষার্থীদের মাঝে আমরা চাহিদা অনুযায়ী ১১ লাখ ৫৪ হাজার ৪২৬টি বই বিতরণ করেছি।
বাংলাদেশ সময়: ১৬:২৫:৪৯ ৩১ বার পঠিত