বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

মহাকাশে জাপান পরবর্তী প্রজন্মের রকেট উৎক্ষেপণ করবে

প্রথম পাতা » আন্তর্জাতিক » মহাকাশে জাপান পরবর্তী প্রজন্মের রকেট উৎক্ষেপণ করবে
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩



মহাকাশে জাপান পরবর্তী প্রজন্মের রকেট উৎক্ষেপণ করবে

জাপানের মহাকাশ সংস্থা বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা ফেব্রুয়ারিতে পরবর্তী প্রজন্মের এইচ-৩ রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে। এ বছরের শুরুতে এ ধরনের রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে দুই দফা ব্যর্থ হওয়ার পর টোকিও তৃতীয় রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে। খবর এএফপি’র।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রকেটটি ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টা ২২ মিনিট থেকে দুপুর ১টা ৬ মিনিটের মধ্যে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জেএএক্সএ) তানেগাশিমা দ্বীপের দক্ষিণাঞ্চল থেকে উৎক্ষেপণ করা হবে।
গত মার্চে যখন কমান্ড সেন্টার তাদের মিশন সফল করতে পারেনি তখন তারা মহাকাশযানটিকে বাধ্য হয়ে ধ্বংস করে ফেলার পর তৃতীয়বারের মতো রকেট উৎক্ষেপণের চেষ্টা চালাতে যাচ্ছে।
এ ধরনের রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে গত ফেব্রুয়ারিতে চালানো জাপানের প্রথম প্রচেষ্টাও ব্যর্থ হয়। সলিড রকেট বুস্টারগুলো না জ্বলায় তখন ওই মিশন ব্যর্থ হয়।
মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের তৈরি এইচ-৩ হচ্ছে এইচ-২এ লঞ্চ সিস্টেমের উত্তরসূরি। রকেটটির ২০০১ সালে আত্মপ্রকাশ ঘটে।
এদিকে চলতি সপ্তাহে জাপান চাঁদের কক্ষপথে ‘মুন ¯œাইপার’ নামের এসএলআইএম মহাকাশ অনুসন্ধান যন্ত্র স্থাপন করতে সফল হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৫৩   ৫২ বার পঠিত