গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমেদকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, রাজনীতিতে আসছেন ঋণ খেলাপি করে, অসৎ উপায়ে টাকা উপার্জন করতে। এটা দেশের জন্য বড় অশনি সংকেত
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের কাপাসিয়ার টোকে নৌকার প্রচারণায় গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বঙ্গতাজপুত্র বলেন, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ; রাজনীতি কখনও নিজেকে অর্থশালী করার হাতিয়াড় হতে পারে না।
এর আগে টোক সরযূবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বোন সিমিন হোসেন রিমির নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি। নৌকায় ভোট প্রার্থনা করে বক্তব্য দেন তিনি।
গাজীপুর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গতাজ-কন্যা সিমিন হোসেন রিমির সঙ্গে নির্বাচনী মাঠে লড়ছেন ঈগল প্রতীকের প্রার্থী শিল্পপতি আলম আহমেদ। এছাড়া জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ কংগ্রেসের রয়েছে ৫ জন প্রার্থী। এখানে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন।
বাংলাদেশ সময়: ২১:০৪:৫৭ ৩৫ বার পঠিত #নির্বাচন ২০২৪