বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

গাজার প্রতি সংহতি: নববর্ষ উদযাপন করবে না শারজাহ

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজার প্রতি সংহতি: নববর্ষ উদযাপন করবে না শারজাহ
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩



গাজার প্রতি সংহতি: নববর্ষ উদযাপন করবে না শারজাহ

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়ে নববর্ষের সন্ধ্যায় কোনো ধরনের আতশবাজি কিংবা উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহর কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম খালিজ টাইমস এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে শারজাহ পুলিশ ফেসবুকে পোস্ট দিয়ে নববর্ষ উদযাপনে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

এই নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক্ষেত্রে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধে গাজা উপত্যকায় এরইমধ্যে ২১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭০ শতাংই নারী ও শিশু বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া যুদ্ধে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত ‘কোনো শান্তি’ আসবে না বলে সম্প্রতি মন্তব্য করেছে ইসরাইল।

ইসরাইলের সেনাপ্রধান জানিয়েছেন, হামাসের সঙ্গে তাদের যুদ্ধ ‘আরও কয়েক মাস’ স্থায়ী হবে।

বাংলাদেশ সময়: ২০:৪৯:৪১   ৫০ বার পঠিত