মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

দ্রব্যমূল্য কমে যাচ্ছে, শ্রমিকদের মজুরি বাড়াতে বললেন জাপানি প্রধানমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » দ্রব্যমূল্য কমে যাচ্ছে, শ্রমিকদের মজুরি বাড়াতে বললেন জাপানি প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩



দ্রব্যমূল্য কমে যাচ্ছে, শ্রমিকদের মজুরি বাড়াতে বললেন জাপানি প্রধানমন্ত্রী

জাপানি কোম্পানিগুলোকে চলতি বছরের তুলনায় আগামী বছর আরও দ্রুত মজুরি বাড়ানোর অনুরোধ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৫ ডিসেম্বর) জাপানি কোম্পানিগুলোকে চলতি বছরের তুলনায় আগামী বছর দ্রুত মজুরি বাড়ানোর জন্য অনুরোধ করেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। মূলত মূল্য সংকোচন থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসার প্রচেষ্টার অংশ হিসেবে এই আহ্বান জানান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির সরকারপ্রধান।

জাপানের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক লবি কেইদানরেনের আয়োজিত এক সভায় কিশিদা বলেন,

বেতন বৃদ্ধির জন্য আমি আপনাদের সহযোগিতা চাই, যা এ বছরকে ছাড়িয়ে যাবে।

তবে এ সময় কোনো সংখ্যাসূচক লক্ষ্য নির্ধারণ করে দেনটি তিনি।

আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে মজুরি সংক্রান্ত বার্ষিক আলোচনা, যা ‘চোন্তো’ নামে পরিচিত। তার আগেই এই আহ্বান জানালেন ফুমিও কিশিদা।

তাছাড়া বেতন বাড়ানোর ক্ষেত্রে জাপান বর্তমান ব্যবসায়িক বছরে বিগত প্রায় তিন দশকে সেরা ফলাফল দেখেছে। কারণ বড় কোম্পানিগুলো গড়ে ৩ দশমিক ৯৯ শতাংশ এবং ছোট কোম্পানিগুলো ৩ শতাংশ বেতন বাড়াতে রাজি হয়েছে।

বর্তমানে জীবনযাত্রার ব্যয় সংকট থেকে পরিবারগুলোকে বের করে আনা এবং দেশে একটি স্থিতিশীল মূল্যস্ফীতি অর্জনে সহায়তা করার জন্য আরও মজুরি বাড়ানোর বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে জাপান সরকার এবং ব্যাংক অব জাপান।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:০৩   ৪৮ বার পঠিত