সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

বড়দিন উপলক্ষে খ্রীস্টান সম্প্রদায়ের সাথে আইভীর শুভেচ্ছা বিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারি » বড়দিন উপলক্ষে খ্রীস্টান সম্প্রদায়ের সাথে আইভীর শুভেচ্ছা বিনিময়
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩



বড়দিন উপলক্ষে খ্রীস্টান সম্প্রদায়ের সাথে আইভীর শুভেচ্ছা বিনিময়

খ্রিষ্টানধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খ্রীস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে নগরভবনে মেয়রের সাথে সাক্ষাৎ করেন সিটি এলাকায় অবস্থিত দুটি গীর্জার প্রতিনিধিরা। এসময় মেয়রকে বড়দিনের কেক উপহার দেন তারা।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী দুটি গীর্জায় ১ লক্ষ টাকা অনুদান ও মেয়রের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

সিটি মেয়র খ্রীস্টান সম্প্রদায়ের সকলকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। প্রতি বছরের ন্যায় এ বছরও নারায়ণগঞ্জে নির্বিঘ্নে নিরাপদে সবাই বড়দিনের উৎসব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সকল ভেদাভেদ ভুলে মানুষের সেবায় কাজ করার জন্য সবাইকে আহবান জানান তিনি।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, সাধু পৌলের গির্জার ফাদার ইলিয়াস হেনড্রম, সেক্রেটারী পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, ট্রেজারার আগষ্টিন অমল গোলদার এবং ব্যাপ্টিষ্ট চার্চের ফাদার ডেভিড দিলীপ সরকার, সেক্রেটারী ফ্রান্সিলিয়া গমেজ, সহকারী ফাদার সৌরভ দেউড়ী।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৮   ৬৯ বার পঠিত