সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

গ্রেপ্তার হওয়া নাশকতাকারীরা বিএনপির কর্মী: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » গ্রেপ্তার হওয়া নাশকতাকারীরা বিএনপির কর্মী: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩



গ্রেপ্তার হওয়া নাশকতাকারীরা বিএনপির কর্মী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকাসহ সারাদেশে যেসব নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে তারা সবাই বিএনপির নেতাকর্মী।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

সোমবার (২৫ ডিসেম্বর) ঢাকা-১৩ আসনের তেঁজগাও পশ্চিম নাখালপাড়া এলাকায় নিজের নির্বাচনী আসনে গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তাই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য নাশকতা করছে তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিভিন্নস্থানে নির্বাচনী সহিংসতা দ্রুত সময়ের মধ্যে বন্ধের ব্যবস্থা নেয়া হচ্ছে।

গত রোবাবার (২৪ ডিসেম্বর) বিকেলে কাজীপাড়া আম্বরশাহ মসজিদ-২ (বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পেছনের গলি) এ আসরের নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ওই এলাকায় গণসংযোগ করে ভোট চান তিনি।

প্রচার শেষে সাংবাদিকদের আসাদুজ্জামান খান বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটের আয়োজন চলছে। প্রচারে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশনা মেনেই সব কাজ চলছে। নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। এ ছাড়া রেলে নাশকতার ঘটনায় জড়িতদের খুঁজতে গোয়েন্দারা কাজ করছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭ ও ৩৫ এবং ৩৬ নম্বর ওয়ার্ড হচ্ছে এই আসনের নির্বাচনি এলাকা। নির্বাচনি আসন নং-১৩৫। ৩ লাখ ৩৩ হাজার ১১২ জন ভোটার আছে এই এলাকায়।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৫০   ৩৭ বার পঠিত   #