রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

প্রতিবন্ধীদের সঙ্গে গণসংযোগ করলেন উবায়দুল মোকতাদির

প্রথম পাতা » চট্রগ্রাম » প্রতিবন্ধীদের সঙ্গে গণসংযোগ করলেন উবায়দুল মোকতাদির
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩



প্রতিবন্ধীদের সঙ্গে গণসংযোগ করলেন উবায়দুল মোকতাদির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের সঙ্গে গণসংযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের নৌকার প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ গণসংযোগ করেন তিনি।

উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘আজ ব্যতিক্রমী প্রতিবন্ধী সমাবেশে এসে অনেকটা অবাক হয়েছি। আপ্লুত হয়েছি। প্রতিবন্ধীরা আমাকে সাপোর্ট করেছে তা-ও সমাবেশ করে, তাদের এই ভালোবাসা দেখে নিজের ভেতর দেশকে এগিয়ে নেয়ার সাহস পাই।’

প্রতিবন্ধী ব্যক্তিরা যেন স্বাচ্ছন্দ্যে পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতুল আজিজ মুন্নাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:১৭   ৩২ বার পঠিত   #