আজ রাতে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন,আজ শনিবার রাত সোয়া ৯ টার দিকে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। পরে নগরীর সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৯ টা ২৭ মিনিটে আগুন নির্বাপন করে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩:২৪:১৯ ৩৫ বার পঠিত