জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন।
আজ শনিবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে সহধর্মিনী ও এলজিইডি’র জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন।
এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।
এরপর প্রধান প্রকৌশলী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় গোপালগঞ্জে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় এলজিইডি’র উপজেলা প্রকৌশলী সহ অন্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
দুপুরে প্রধান প্রকৌশলী গোপালগঞ্জ জেলায় এলজিইডি’র বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
পরে তিনি গোপালগঞ্জে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর দপ্তরে জেলার সকল প্রকৌশলী, কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।
বাংলাদেশ সময়: ২৩:০৯:৩৬ ৩০ বার পঠিত