আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার আলম বলেছেন, আমি যদি মানুষকে ভালোবেসে থাকি, তবে আমি নির্বাচনে ভালো একটি ফলাফল পাব। এটিই আমার আশা। মানুষের ভালোবাসা দিয়েই এবার নির্বাচন হবে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বাঘা পৌর এলাকায় ৬ নম্বর ওয়ার্ডের বাজুবাঘা নতুন পাড়া উৎসব পার্ক গেটের সামনে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
শাহরিয়ার আলম বলেন, ‘আমি যদি এবার বিজয়ী হই, জনগণের সাথে মিলে উন্নয়নের কাজ করব। দীর্ঘ ১৫ বছর আমি যেভাবে কাজ করছি, সেভাবেই কাজ করে যাব।’
তিনি আরো বলেন, ‘আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বী করবেন তাদের আমি সম্মান করি। প্রতিদ্বন্দ্বী থাকলে নির্বাচন সুন্দর হবে, জনগণ আনন্দ করতে পারবে।
আমি গত একটানা ১৫ বছর এলাকায় অসংখ্য উন্নয়ন করেছি উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস মানুষ তাদের নীতি নৈতিকতা থেকে চিন্তা করে দেশের উন্নয়নের স্বার্থে আবারও নৌকা মার্কায় ভোট দেবেন।’
মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা আওয়ামী লীগের নেতা আজিজুল আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন,বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বাঘা উপজেলা শ্রমিক লীগ সভাপতি সাহাবাজ আলী, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল সরদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:৫২:৫৫ ৬৪ বার পঠিত #নির্বাচন ২০২৪