আন্দোলন-সহিংসতা করে ভোট উৎসব বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী প্রচারণায় এ মন্তব্য করেন তিনি।
সকাল ১০টায় কামরাঙ্গীরচরের ৫৫ নম্বর ওয়ার্ডে ওয়াজউদ্দিন স্কুলের সামনে থেকে গণসংযোগ শুরু করেন কামরুল ইসলাম। এসময় তিনি পাড়া মহল্লা ও বিভিন্ন দোকানি ও পথচারীদের সাথে কুশল বিনিময় করে নৌকার পক্ষে ভোট চান। প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তৃতা করেন তিনি।
এসময় কামরুল ইসলাম বলেন, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। কোনো আন্দোলন-সহিংসতা করে ৭ জানুয়ারির ভোট উৎসব বন্ধ করা যাবে না।
বিএনপি-জামায়াতের অপতৎরতা মোকাবেলা করে জনগণকে ভোটকেন্দ্রে আসার আহবান অ্যাডভোকেট কামরুল ইসলামের।
বাংলাদেশ সময়: ১২:১৪:১০ ৪১ বার পঠিত #নির্বাচন ২০২৪