শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

সোনারগাঁয়ে নৌকার প্রার্থী শেখ হাসিনা: কায়সার

প্রথম পাতা » ছবি গ্যালারি » সোনারগাঁয়ে নৌকার প্রার্থী শেখ হাসিনা: কায়সার
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



সোনারগাঁয়ে নৌকার প্রার্থী শেখ হাসিনা: কায়সার

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, এ আসনে আমি কিন্তু নৌকার প্রার্থী না। নৌকার প্রার্থী জননেত্রী শেখ হাসিনা। আমি হলাম তার প্রতিনিধি। সোনারগাঁয়ে এবার শেখ হাসিনা নির্বাচন করছেন। গত ১০ বছর নির্বাচনী ব্যালটে নৌকায় ভোট দিতে পারেনি সোনারগাঁয়ের মানুষ। এবার সর্বোচ্চ সন্মানজনক ভোট দিয়ে নৌকাকে বিজয় করতে হবে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে কাঁচপুরে ওমর আলী স্কুলে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কেন্দ্র কমিটি গ্রুপ করে বিভক্ত হয়ে প্রতিটি এলাকার ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী মো. সোহাগ রনি, কাচঁপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সবুর খান, ওবায়দুল মাস্টার, আব্দুল মান্নান মেম্বার, নুরে আলম খান, মাহবুব খান, শফিকুল ইসলাম লিটন, রাসেল মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩২:২৬   ৬৬ বার পঠিত