গাজায় ইসরাইলের হামলায় প্রতিনিয়ত সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ।
তিনি বলেছেন, গাজায় একজন সাংবাদিক নিহত হলে, হাজার হাজার সাংবাদিক ইসরাইলের বিরুদ্ধে কলম ধরবে। তাদের পবিত্র পেশাগত দায়িত্বের মধ্য দিয়ে ইসরাইলের অপকর্ম তুলে ধরবে। খবর আল জাজিরার।
গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রেরও কঠোর সমালোচনা করেছের কিউবার প্রেসিডেন্ট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো দেয়ার তীব্র নিন্দা জানান তিনি।
এদিকে জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, গাজা এই মুহূর্তে সাংবাদিক ও তাদের পরিবারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা। গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত বিপুল সংখ্যক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হওয়ার ঘটনা উদ্বেগজনক বলেও মন্তব্য করে জাতিসংঘ।
গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৫০ জন সাংবাদিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এছাড়া আরও ৩০ জন সাংবাদিক নিহতের তথ্য তাদের কাছে এসেছে বলে জানিয়েছে তারা।
এদিকে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার কথা জানিয়েছে গাজায় নিহত আল জাজিরার সাংবাদিক পরিবার। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা নিশ্চিত করেন নিহত সাংবাদিক সামের আবু দাকার ছেলে ইয়াজান আবু দাকা।
গত শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় পেশাগত দায়িত্ব পালন করার সময় ইসরাইলের হামলায় গুরুতর আহত হন সামের। পরে মৃত্যু হয় তার। তিনি আল জাজিরার ক্যামেরাপারসন হিসেবে কাজ করছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:২২:২১ ৪৫ বার পঠিত