রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

রাজনীতির নামে সন্ত্রাসবাদ চিরতরে বন্ধ করতে হবে: হাছান মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাজনীতির নামে সন্ত্রাসবাদ চিরতরে বন্ধ করতে হবে: হাছান মাহমুদ
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩



রাজনীতির নামে সন্ত্রাসবাদ চিরতরে বন্ধ করতে হবে: হাছান মাহমুদ

রাজনীতির নামে বিএনপি দেশে অগ্নিসংযোগ ও সন্ত্রাসবাদ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে তথ্য ভবন হলে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, রাজনীতির নামে বিএনপি-জামায়াত করেছে, তা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়। কয়েক দশকে পৃথিবীর আর কোথাও এমন নজির পাওয়া যাবে না।

বিএনপি-জামায়াতের নেতিবাচক রাজনীতির কারণেই উন্নয়ন ব্যাহত হচ্ছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। গত ১০ বছরে বাংলাদেশ অনেক বদলে গেছে। সব সূচকে এগিয়ে গেছে দেশ। আরও এগিয়ে যেতে পারত যদি নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতি না থাকত। রাজনীতির নামে এই সন্ত্রাসবাদ চিরতরে বন্ধ করতে হবে।

নেতিবাচক রাজনীতি ও গুজব ছড়িয়ে বিএনপি দেশকে পিছিয়ে রাখতে চায় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, পরিষ্কারভাবে বলতে চাই, রাজনীতির নামে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের এ কর্মকাণ্ড চিরতরে বন্ধ করতে হবে।

সরকারের বিভিন্ন মানবীয় কর্মসূচির উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে সরকার সামাজিক কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চায়। এ কারণে সরকার নানা ধরনের ভাতা চালু করেছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:১৭   ৩৮ বার পঠিত