সোমবার, ২২ মে ২০২৩

চীন সফরে আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধি দল

প্রথম পাতা » ছবি গ্যালারি » চীন সফরে আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধি দল
সোমবার, ২২ মে ২০২৩



চীন সফরে আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধি দল

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। রোববার (২১ মে) রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলটির নেতারা চীনের উদ্দেশে রওনা হন।

জানা গেছে, কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) আমন্ত্রণে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে ১৭ সদস্যের এ দলটি চীন সফরে গেলেন। আগামী ৩১ মে দেশে ফিরে আসার কথা রয়েছে তাদের।

দ্বিপক্ষীয় এই রাজনৈতিক সফরে তারা কমিউনিস্ট পার্টি অব চায়নার বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে বাংলাদেশ স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো উপস্থাপন করবেন। বিশেষ করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে চীনকে আরও বেশি উদ্যোগী হওয়ার জন্য প্রস্তাব দেয়া হবে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীনদের কাছে এই সফরের গুরুত্ব রয়েছে।

এ সফরে রয়েছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ধর্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপদফতর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সুফরা বেগম রুমি, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, আজিজুস সামাদ আজাদ ডন, গ্লোরিয়া সরকার ঝর্ণা, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য তরুণ কান্তি দাস ও এ কে ফাইজুল হক রাজু।

এর আগে গত বৃহস্পতিবার রাতে সফর উপলক্ষে আওয়ামী লীগের প্রতিনিধি দল চীনা রাষ্ট্রদূতের কার্যালয়ে ফিঙ্গারপ্রিন্ট দেন এবং পরে চীনা রাষ্ট্রদূতের বাসায় এক নৈশভোজে অংশ নেন সফরকারী দলের নেতারা।

বাংলাদেশ সময়: ৯:৫৪:০২   ৬৯ বার পঠিত