শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

ইসির নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » ইসির নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩



ইসির নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

যদি কেউ ১৮ ডিসেম্বরের পর নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা না মেনে আইনলঙ্ঘন ও সহিংসতা করে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক পুলিশ বাহিনী কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

নির্বাচন সুষ্ঠুভাবে পালন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে।

তিনি আরও বলেন, নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না-এমন নির্ধেশনা দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু বিজয় আনন্দ প্রকাশ করতে মানা করছি না। তবে সংযতভাবে চলতে হবে; শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে। ভোটবিরোধী কর্মকাণ্ড চালালে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শ্রদ্ধা জানানোর পর একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনসহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩:২০:৫৭   ৩৫ বার পঠিত