শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

৭৮ লাখ ডলারে মেসির ৬ জার্সি বিক্রি হল

প্রথম পাতা » আন্তর্জাতিক » ৭৮ লাখ ডলারে মেসির ৬ জার্সি বিক্রি হল
শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩



৭৮ লাখ ডলারে মেসির ৬ জার্সি বিক্রি হল

আর কয়েকদিন পরই ফুটবল বিশ্বকাপ শিরোপা জয়ের এক বছরের পূর্তি উদযাপন করবেন লিওনেল মেসি ও তার দল আর্জেন্টিনা। গত বছরের ১৮ ডিসেম্বর রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। মেসির হাত ধরে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা

নিউইয়র্কে বিশ্বের অন্যতম বড় চিত্রকলা, অলংকার ও সংগ্রহে রাখার মতো অন্যান্য জিনিসের ব্রোকার হাউস সোথেবির নিলামে এই জার্সিগুলো বিক্রি হয়েছে ৭৮ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৫ কোটি টাকা। এই নিলামে মেসির যে ছয়টি জার্সি তোলা হয়েছে, সেগুলো তিনি পরেছেন, গত বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে, সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনালে, শেষ ষোলো এবং গ্রুপ পর্বের দুটি ম্যাচে।

মেসির ছয়টি জার্সির মূল্য ৭৮ লাখ ডলারে বিক্রি হলেও তা ছাড়িয়ে যেতে পারেনি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচে পরা জার্সিকে। ম্যারাডোনার সে জার্সিটি বিক্রি হয়েছিলো ২০২২ সালে ৯২ লাখ ডলারে।

আর সব মিলিয়ে নিলামে বিক্রি হওয়া খেলাধুলার সবচেয়ে দামি জার্সিটি হচ্ছে বাস্কেটবল কিংবদন্তি মাইকেলের জর্ডানের। ১৯৯৮ সালে শিকাগো বুলসের হয়ে এনবিএ’র চূড়ান্ত পর্যায়ে জর্ডানের পরা জার্সিটি গত বছর ১ কোটি ১ লাখ ডলারে নিলামে বিক্রি হয়।

গত মাসে মেসির জার্সি নিলামে তোলার খবরটি সামনে আসে। সোথেবি প্রত্যাশা করেছিলো, মেসির ছয়টি জার্সির মূল্য ১ কোটি ডলারে বিক্রি হতে পারে। তবে তাদের প্রত্যাশিত দামে বিক্রি হয়নি জার্সি ছয়টি।

বাংলাদেশ সময়: ১১:২৭:৪৪   ৪৭ বার পঠিত