নানা আয়োজনে পালিত হয়েছে নীলফামারী হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়।
এর আগে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহন করেন পুলিশ সুপার মো. গোলাম সবুর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:০৭:১১ ৭০ বার পঠিত