ইতালির উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। ভয়াবহ এ বন্যার কারণে এখন পর্যন্ত দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ৩৬ হাজারের বেশি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন।
দেশটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানী রোমেও। টাইবার নদীর পানি বিপৎসীমা স্পর্শ করায় সেখানে পর্যটকদের আনাগোনা সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ভাসমান খাবারের রেস্তোরাঁও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি দেখা দিয়েছে রাজধানী রোমে। এ অবস্থা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
স্থানীয়রা জানিয়েছেন,পূর্বাভাস থাকা সত্ত্বেও আগাম কোন প্রস্তুতি গ্রহণ করেনি বর্তমান সরকার। এতে মৃত্যের সংখ্যা বাড়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছেন তারা।
এদিকে, রোমানিয়াতে বন্যার পর সেখানেও পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাভানার দুটি শহর খালি করার জন্য নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়াও অতীব জরুরি নাহলে ওই এলাকার বাসিন্দাদের বাসাবাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৫০:৫৬ ৬১ বার পঠিত