কুশল মেন্ডিস ও দাশুন শানাকার দারুণ ক্যামিওতে বড় সংগ্রহ পায় বাংলা টাইগার্স। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই লক্ষ্যও সহজে ডিফেন্ড করে দলটি। দ্য চেন্নাই ব্রেভসকে হারিয়ে একই সঙ্গে কোয়ালিফায়ার নিশ্চিত করে বাংলা টাইগার্স।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) টি টেন ফ্র্যাঞ্চাইজি লীগে চেন্নাইকে ২৭ রানে হারিয়েছে বাংলা টাইগার্স। এদিন আগে ব্যাটিং করে টাইগার্স ১২৬ রান করে। জবাবে ৯৯ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।
টাইগার্সের দেওয়া ১২৭ রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই। অধিনায়ক চারিথ আসালাংকা এক পাশ আগলে রাখলেও অন্যপাশে কেউ থিতু হতে পারেননি। সর্বোচ্চ ২৬ বলে ৫৫ রান করেন তিনি। যদিও শেষ পর্যন্ত সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি।
এর আগে ব্যাটিং করতে নেমে ৪৪ রানে প্রথম ৩ ব্যাটারকে হারায় বাংলা। এরপর কুশল মেন্ডিস ও দাশুন শানাকার ৫৫ রানের জুটিতে বড় সংগ্রহ পায় তারা। কুশল করেন ১৫ অলে ৩২ আর শানাকার ব্যাট থেকে আসে সমান বলে ৩৪ রান।
বাংলাদেশ সময়: ২১:০০:০৮ ৩৮ বার পঠিত