শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩

টি-টেনে জয় পেয়েও বাদ আবুধাবি, একই পথে দিল্লি

প্রথম পাতা » খেলা » টি-টেনে জয় পেয়েও বাদ আবুধাবি, একই পথে দিল্লি
শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩



টি-টেনে জয় পেয়েও বাদ আবুধাবি, একই পথে দিল্লি

অ্যাডাম লিথের ঝড়ো ইনিংসে লড়াকু সংগ্রহ পায় দিল্লি বুলস। তবে কাইল মায়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে তাদের লড়াই করতে দেয়নি টিম আবু ধাবি। যদিও এই জয়ের পরও কোয়ালিফায়ারে পৌঁছাতে পারেনি আবুধাবি, বাদ পড়েছে দিল্লি বুলসও।

গতকাল টি টেন ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচে দিল্লিকে ৭ উইকেটে হারিয়েছে আবু ধাবি। এদিন আগে ব্যাটিং করে ৯৭ রান করে দিল্লি। জবাবে শেষ বলে জয় নিশ্চিত হয় আবু ধাবির।

দিল্লির দেওয়া ৯৮ রান তাড়ায় ৮০ রানের উদ্বোধনী জুটি পায় আবু ধাবি। মাত্র ৩০ বলে ৬১ রান করেন মায়ার্স। এরপর দ্রুত কিছু উইকেট হারালেও শেষ পর্যন্ত জয় পেয়েছে তারা।

এর আগে ব্যাটিং করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারানোর পর ৭১ রানের জুটি গড়েন দিল্লির অ্যাডাম লিথ ও রভম্যান পাওয়েল। লিথ করেন ২৪ বলে ৩৯ আর পাওয়েলের ব্যাট থেকে আসে ২০ বলে ৩১ রানের ইনিংস।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৪৯   ৩৬ বার পঠিত